আচ্ছা স্বর্গে কি রক্তের বন্যা বয়?
নাকি শকুনেরা সাধুর মুখোশ পরে বসে আছে?
ওখানেও কি শিশুর কলিজায় বুলেট খুঁজে পাওয়া যায়?
যে জল লাল, যে জল বিষের বেদনায় নীল,
সে জলে ওরা ভাসিয়েছে মানব সভ্যতার জাহাজ,
গলিত দেহের উপরে দেহ,
লাশের গণনা পার করেছে আকাশ ভূতলের দূরত্ব,
তবুও আমি চুপ, তবুও আমরা চুপ,
কলম নিয়ে লিখতে বসি প্রেম কাব্য, গান।
ওই যে ওরা চলে যাচ্ছে,
যারা এসে ছিলো শান্তির ধ্বজা বুকে চেপে,
ওদের আমন্ত্রনে রেখে দিয়েছিলাম জীবন নাশক বোমা,
ওদের আমন্ত্রনে রেখে দিয়েছিলাম মৃত্যুর সুসংবাদ,
তবুও আমি চুপ, তবুও আমরা চুপ,
কে তবে দোষী?
কাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবো "তুমি হত্যা করেছো এই জনপদ, এই জাতি, মনুষ্যত্ব"
বুকের ভেতর টের পাই শীতল এক হাওয়া,
এ হাওয়া বেদনার, এ হাওয়া কলুষতার।
কত শত কাজ পুরনো রোমের আগুন আজও জ্বলছে,
নিরোর বাঁশি হাতে বসে আছি সজ্জন ব্যাক্তিবর্গ।