তুমি বললে "চলো হাঁটি"
আমি তেপান্তরের মাঠ পারি দিলাম চোখটি বুজে
তুমি বললে "চলো মেঘ ছুঁয়ে দেখি"
থোকায় থোকায় ঝুলে থাকা সাদা রঙ করা মেঘ,
চুপটি করে বসে আছে দূরের নীলিমায়।
আমি দুহাত পাতি, হাত ভরে ওঠে রঙের সমারোহে।
তুমি বললে "চলো জ্যোৎস্না মাখি গা এ"
নিশুতি রাতে তোমার কোলের পরে মাথা রেখে কাটিয়ে দেবো আঁধারের প্রহর,
আমি চুপ, নিশ্চুপ চাহনির ফাঁকে তোমাকে দেখি,
তুমি বললে "চলো মিলিয়ে যাই এক সত্তায়"
চুমুর দাগে কথা হবে নিরন্তন,
তখন তুমি দক্ষিণের জানালা খুলে দিও,
ওপারের বাতাস ধুয়ে নিয়ে যাবে সব ব্যাথার দাগ।
চাইতে পারো তুমি, চাইতে পারো পৃথিবীর সবচেয়ে সুন্দর সকাল,
পৌষের কুয়াশায় মিশে যাওয়ার মতো সুখ,
না পারবো না দিতে শহুরে কোলাহল, যন্ত্র আর ইট পাথরের গ্লানি।
চেয়ে নিও আমায়,  আমার দেহ, মনের শেষ বিন্দু চুইয়ে পড়া ভালোবাসা,
সবটা নিও, সবটা দেবো এই দুজনার তটে বসে।