আকাশে সাদা মেঘ
চোখের সামনে লাল রঙের প্রাচীর
বাতাসে ভোরের কোলাহল,
নি:স্তব্ধ খেলার মাঠ ।
এখন আর কেউ আসেনা খেলতে
যদি ও স্কুল বন্ধ
পরীক্ষার নেই কোন চাপ ।


সবার মুখে একটাই কথা
দেশে যুদ্ধ লেগেছে
পাকিস্তানী হানাদার বাহিনী এদেশের জনগনকে
নির্বিচারে হত্যা করছে।


বুকে সাহস নিয়ে যুদ্ধে গেলাম
প্রথমে প্রশিক্ষণ- পরে ঘাতকদের
বুকের রক্তে ডাইরীর প্রতিটি ছন্দ লেখার প্রতিজ্ঞা ।
তারপর শুধুই সামনে এগিয়ে চলা ।


এখন তোমাকে খুব বেশী মনে পড়ে
ক্লান্ত শরীরে যখন
ঘুম আমাকে গ্রাস করে
তখনই দেখি, তোমার মুখে স্বাধীনতার হাসি ।

তোমার শেষ কথাটি এখন ও মনে পড়ে, মা----
তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে-
        "আগে দেশ পরে মা,
        বেঁচে থাকলে আবার দেখা হবে "।


এখন ও যুদ্ধে আছি
ঠিক মৃত্যুর কাছাকাছি,
দোয়া কর মা, যেন তোমার জন্য নিয়ে যেতে পারি
লাল সবুজে জড়ানো আরেক মা--
         "বাংলাদেশ" ।


==================================
উৎসর্গ : বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা ও তাদের শ্রদ্ধেয় মা কে
           এবং স্বাধীনতায় অবদানকারী সবাইকে ... ।