মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি
গোধূলী লগ্নে, তোমারই সৃষ্টি
ঝাপটা বাতাসে ঢেউয়ের মেলা
এলোমেলা চুলে বৃষ্টির খেলা ।


খেয়ালী মনে হেঁটে চলি একা
আবার ও যদি হয় তোমারই দেখা,
গা ভিজে যায়, মন ছুয়ে যায়
মন পড়ে রয়, দেখার আশায় ।


আশায় আশায় সন্ধ্যা নামে
খানিক বাদে বৃষ্টি ও থামে,
বৃষ্টি থামলেও স্মৃতিরা হাসে
তোমাকে খুঁজি আমি, আমারি পাশে ।