সই, যাদুর বাতাস নাকি আছে ঐ পুকুর ঘাটে
পূর্নিমা রাতে নাকি গান গায় তাল গাছের সারি
জ্যোৎস্নার আলোয় নাকি সাদা পরী খেলা করে মাঠে
যাদুর বাতাস নাকি হানা দেয় প্রতি বাড়ি বাড়ি ।


শুধু নামকরা মাতাল জোনাকী, যাদুর বাতাসে
পরীদের ঘিরে রাখে, টিপ টিপ নিভে আর জ্বলে
লুকিয়ে সব দেখি আমি, কোন এক গাছের পাশে
পরে ছলে- বলে কৌশলে ভিড়েছি পরীদের দলে ।


জোনাকীরা ভিড় করে কেন জানি মাথার ওপর
ঐ যাদুর বাতাসে চলে পরীদের নৃত্যের তাল
যাদুর বাতাসে খুব, আমি ও যে হই বেসামাল
ঘোর কেটে গেলে বুঝি, পড়ে আছি বালুর ওপর ।


তুমি যদি চাও, হাতটি বাড়াও, চলে আসো কাছে
ভালোবেসে মিশে যাই, আমরা ও যাদুর বাতাসে ।