স্মৃতির পাতায় আঁকা প্রিয় ছোট বেলা
ফুটবল, সাঁতার আর দৌড়-ঝাঁপে গাঁথা,
কারনে-অকারনে কত পেরিয়েছি বাধা ।
আজ, ভালোবাসার কিছু কথা মনে পড়ে যায় ।
শীতের কুয়াশায়, বৃষ্টির ছন্দে--
কত কি যে চেয়েছি মনে
কত কি যে ভেবেছি--- ।


রবিবারের বিকেল বেলায় উদাস মনে
তাকিয়ে ছিলে তুমি আকাশ পানে
আমাকে বলেছিলে-
ঐ দেখ চিল উড়ে যায়-
আমি চিল দেখিনি সেদিন
আমি চিল খুঁজিনি সেদিন,
তবে,চিল দেখার আনন্দ পেয়েছি
তোমার সতেজ, প্রানবন্ত হাসি দেখে।
সে দিন তোমার চোখে টলটলে বিল দেখেছি,
আর দেখেছি তোমার ঠোঁটের সেই কালো তিল ।


তোমার চোখের বিলে
ডুব দিয়ে খুঁজেছি মুক্তা,
মুক্তার মালা তোমায় পড়াবো বলে ।


কিন্তু আমার আশাটা পূরন হয়নি
মুক্তার মালা গাঁথার আগেই
তুমি মুক্ত আকাশে উড়ে চলে গেছ,
ছোট বেলার সেই চিলের মত ।


আমি তোমাকে এখনো খুঁজি
কখনো চশমা পড়ে, কখনো খালি চোখে,
আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকি ।
কিন্তু তোমাকে খুঁজে পাই না,
আকাশে কোন চিল ও দেখি না আর ।


শুধু একটা ছবি এখনো চোখে ভাসে,
সেই রবিবারের বিকেল বেলায়
তোমার চোখের বিলে,
মুক্তা খুঁজতে যেয়ে পানির অনেক গভীরে
তোমাকে দেখেছি
তোমার সেই হাসি দেখেছি
তোমার সেই কালো তিল ছুয়ে দেখেছি ।


আজ, জীবনের শেষ বেলায়  এখনো তোমাকে খুব বেশী মনে পড়ে ।
অনেক মালা গেঁথেছি ভালোবেসে,
জানো, মুক্তার মালা তোমায় দারুন মানাবে।
সব মালা তোমার জন্য প্রিয় ।


ভালো থাক প্রিয় বিল,
ভালো থেক তুমি
ভালো থেক প্রিয় চিল ।