কেউ কাউকে চাই না হারাতে কিন্ত সবাই যায় হারিয়ে.
তৃণ মাড়িয়ে বহু পথ পেড়িয়ে দিগন্ত তবু দিগন্তে দাড়িঁয়ে .


তারপরও থাকি বেচেঁ অজানা কিছুর প্রত্যাশায়
এই বুঝি সে আসবে ফিরে আমার মন আঙিনায়.
হেমন্ত ফুরায় আঙিনা ভরে কতশত শস্যবীজে
তার স্মরণে দুমুঠো ছড়াই শীত শূণ্য আঙিনাতে .


দিনশেষে রাত নামে , অপেক্ষায় যেন বিশ্রাম আসে,
চোখের পাতাও চায় অবসর নোনা সিক্ততা থেকে.
নিশিতে নিশাচরের নিশিবাস নিশিতার নিশিভারে
ঈপ্সিত ভঙ্গিতে ইঙ্গিত যেন অবসরের ইতি টানে.


জীবনের শেষ অপরাহ্নে জানা হয় সেই তিক্ত সত্য
মিথ্যের এই মর্ত্যে আমরা বড় শক্ত সত্য অন্ধ ভক্ত .