শোক
-সাজেদুর রহমান


আমার বুকে এক সমুদ্র শোক
সেই শোকে - খসে পড়ে পাখির পালক
ঝরে যায় শিমুলের পাতা
আকশে জমে কালো কালো মেঘ
করুণ সুরে গান গায় বেহালা বাদক
আমার শোকে লেখে কবি - কবিতার শ্লোক ।


আমার বুকে এক সমুদ্র শোক
সেই শোকে - সন্ধ্যা এলে ঝিঁঝিঁ ডাকে
চুপ করে বসে থাকে একলা দোয়েল
জলে ভরে বুনো মহিষের চোখ
খসে পড়ে কত নক্ষত্র, নিভে যায় নক্ষত্রালোক
আমার শোকে পথ হারায় উদাসী সাধক ।  


আমার বুকে এক সমুদ্র শোক
তবুও নাবিক হাল হাতে দাঁড়িয়ে আছি,  
যদি একদিন এই শোক-সমুদ্রে ভেসে ভেসে
পৌঁছে যায় এক ঝলমলে - আনন্দলোক !