বক্র বৃষ্টি থমকে গিয়ে
বলে ও রোদ্দুর
ধরণী আজ সিক্ত আমাতে
তুমি আছ কত দূর?


সিক্ত পাহাড় - সিক্ত নদী
সিক্ত রাতের তারা
আস যদি তবে উষ্ণতা তে
প্রান পাবে এ ধরা।


রোদ্দুর তাই মুচকি হাসে
শুধায় বৃষ্টিরে
তোমাতেই বিরক্ত তুমি
এ কভু হতে পারে ?


বৃষ্টি বলে -
ভালবাসা মোর অন্তর জোড়া
ভালবাসি প্রকৃতি
মনের মাঝে পরম মায়া
শুনি তার আকুতি।


আমার সনেই হবে যদি
প্রকৃতির সর্বনাশ
নিজেতেই তাই বিরক্ত আমি
পরহিত ই  অভিলাস।