মেয়েদের ক্ষেত্রে ইচ্ছে থাকলেই উপায় হয় না-
সমাজ তাকে পিছন থেকে টেনে ধরে।
সে এগিয়ে যাবে বললেই এগিয়ে যেতে পারে না-
ধর্ম, পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধু- সবাই তার ইচ্ছার রাশ টেনে ধরে।
সন্তান এলে তো কথাই নেই-
মেয়েদের সকল ক্ষেত্রে মনে রাখতে হয় সে একজন মা।
সন্তানের দায় সব থেকে বড় দায়।
বাবা সন্তানকে পেটে ধরে না, তাই পেটের জ্বালা সে অনুভব
করতে পারে খুবই কম। মেয়েদের জ্বালা বেশি। সব দিকেই।
বাবা ফিরে না তাকালেও সন্তান মানুষ হয় কিন্তু মা না ফিরে তাকালে
সন্তানের দিকে, স্বয়ং ভগবানও তাকে মানুষ করতে পারেন না।
এ যুগে অনেক দিকেই মেয়েরা স্বাধীন
আবার অনেক ক্ষেত্রে পরাধীনও বটে।
তাই বছরে একটি দিন নারী দিবস পালন করে কোনো লাভ নেই।
প্রতিদিনই নারী দিবস। রোজকার সমস্যা রোজ রোজই সমাধান করতে হবে।
কেবল বছরে একদিন ফেসবুক-এ পোস্ট করলে চলবে না।