একদল লোক আরেক দল লোককে
চেন দিয়ে মারছে।

যাদের হাতে চেন,
তারা শক্তিশালী।

যাদের রক্ত ঝরছে,
তারা চেন বিহীন দলের সদস্য।

আহা! সকলে হাতে চেন নিতে পারে না, সুযোগ থাকলেও।

জনতা দেখলো।
এক দলের হাত থেকে চেন কেড়ে নিলো।
দু দলকে দুটো আলাদা দড়ি দিয়ে বাঁধলো।
প্রথম দড়ির নাম গণতন্ত্র
(যে দলের হাতে চেন ছিল, তার লাগাম)।
দ্বিতীয় দড়ির নাম প্রজাতন্ত্র
(চেন বিহীন দলের সুরক্ষা)।

এখন কারো হাতে চেন নেই।
জনতার হাতেও নয়।
দড়ির বন্ধন থাকলেও গলায় দেওয়ার দড়ি নেই!