কবি সাহিত্যিকেরা শুনেছি নাকি দালাল।
ভুল কথার জাল।

এ কথা সত্যি
আদর্শ না থাকলে বেরয় না লেখা।
তা বলে জনৈক কোনও দলের
কেউ চাটে না পা।

রাজনৈতিক মতবাদ কখনোই খারাপ নয়,
খারাপ দলাদলি করা, আর শাসককে ভয়।

যেখানে প্রতিবাদ, সেখানে সামিল।
মতাদর্শের প্রতিষ্ঠা, ভোটের অঙ্কে গরমিল।

আমি কী তা দিই না জানতে।
কাজের কাজটা সময়ে সারি জনমত মানতে।


কবিতা কখনো মিথ্যে নয়,
নষ্ট দলাদলি।
ভুয়ো নয় কোনও নীতি,
শোষণকে দিই বলি।

নিরপেক্ষ শব্দগুলো মৃত নয় অজানায়।
একচোখো স্বভাব কালির শুষ্কতায় হারায়।