সব বড়লোক খারাপ নয়।
সব গরীব ভালো নয়।

সব স্বামী খারাপ নয়।
সব স্ত্রী ভালো নয়।

সব নেতা খারাপ নয়।
সব সমালোচক ভালো নয়।

খারাপ ভালো
দুধে জল।
মানুষ পারে না আলাদা করতে,
অথচ হাঁস চেনে ভেজাল!
তবে মিশলে মন পড়া যায়-
এটাই কলি কাল...