. # 'আদর্শ ঠাকুমা' #
(কবিতা)
ঠিক ১০২ বছর আগে, প্রায় পর্দানশীন বঙ্গে তখন-
ঠাকুমা ছিলেন এগিয়ে!
খোলেন পোস্ট অফিসের বই, একশ টাকা দিয়ে।
প্রায় নিষিদ্ধ ছিল মেয়েদের মেলামেশা-পড়াশোনা
তা স্বত্ত্বেও ছিলেন মিশুকে
ইংরেজি শিখে, বই পড়ে ছিলেন সে যুগের অনন্যা।
স্নেহলতা নামকরণ হয়েছিল ঠাকুমার যথার্থ অর্থে
সাত-আট দশক আগে
নাতিকে বড় করেছেন, মেয়েকে পড়ার সুযোগ দিতে।
সেই ঠাকুমার সুযোগ্য নাতি, প্রিয় বন্ধু অমিতাভ দত্ত
রেখেছে স্মৃতি বুকে করে
যেমন, পঞ্চাশ বছর আগে হোস্টেলে লেখা তাঁর পত্র!
ছিলেন তিনি ওর কাছে আর একজন মায়ের মত,
মামনি" ডাকত ঠাকুমাকে
এমন কলেজের বন্ধু পেয়ে আমরা বন্ধুরা, গর্বিত।
গড়ার মানসিকতার মানুষ ! আজ দেখা মেলে কই?
সবেতেই গয়ংগচ্ছ ভাব
এই অভাবেই তো পিছিয়ে যাচ্ছে. ..পুরো দেশটাই।
******************************
. সুব্রত ভৌমিক ১১১২'২২ কোল-৭৫
ঠাকুমার নাম ছিল... ৺স্নেহলতা দত্ত
জন্মসাল.... ১৮৯৩ খ্রীস্টাব্দ,
****************************"*