.           # 'বন্ধু অমিতাভ' #
                    (ছড়া)


কলেজ বন্ধু অমিতাভ দত্ত বড় অফিসার
ভারতীয় রেলে উৎসর্গিত জীবন তাহার।


করে সবই গান আর সুন্দর সাহিত্য রচনা
ভারতীয় রেলের খুঁটিনাটিও বাদ যায়না।


কত গভীরে, ভালোবেসে করলে চাকরি !
রেল প্রসঙ্গে আসে এত সুন্দর অভিব্যক্তি।


অমিতাভ দত্ত... 'কমপ্লিট রেলওয়ে-ম্যান'
গুলে খেয়েছে রেলওয়ের সব অভিধান।


আমরা যাত্রী...জীবনটাই তো রেল গাড়ি!
জানিনা কেউ ! আর কতদূর দেবো পাড়ি।


'রেল-লাইন' যেন দুঃখ...থাকে জীবন জুড়ে
স্টেশন গুলো হল সুখ, মাঝে মাঝে আসে।


কল্পনা আর বাস্তব জুড়ে থাকে 'রেল-গাড়ি'
'রেল' যেন ভারতবর্ষের কন্ঠে মুক্তোর ছড়ি।


শুনেছি, খুব ভালো রেলওয়ে ডিপার্টমেন্ট
কর্মচারীরাও তাই পূর্ণ করেন কমিটমেন্ট।


বড় ভালো লাগে ভাবতে অমিতাভর কথা
রেলের বড় কর্তা হয়েও বন্ধুবৎসল সর্বদা।


চালিয়ে যাও, হরেক গান আর সাহিত্য চর্চা
তারিয়ে তারিয়ে উপভোগ করবে গুণমুগ্ধরা।


*************************
সুব্রত ভৌমিক  ২৫-০৪-২০২৪ কোল-৭৫
*************************