.       # 'চায়ে-পে চর্চা' #
               (ছড়া)

সময় মহামূল্যবান... হাজার-বার মানি
গল্পে গল্পে চা হাতে, অজানা কে জানি।

ছ'ডাক্তারের মধ্যে পড়ে, 'বন্ধু' এক জন
প্রাণখোলা আড্ডা, করে চাপ মুক্ত মন।

মত-বিনিময় হয়, ছোট বড় বহু সমস্যার
ভয় ভীতি অনেকটাই কেটে যায় সবার।

সঙ্গীত-সহিত্য-রাজনীতি সব থাকে চর্চায়
থাকে গোপন-কথা ! যা বল্লে মন হাল্কা হয়।

আড়াই হাজার বছর ! যখন ফিরে দেখি,
প্রাচীন গ্রীসের 'আড্ডা', শ্রেষ্ঠ ইউভার্সিটি।

বহু মনীষীদের জন্মস্থান প্রাচীন 'এথেন্স'
তাই 'আড্ডা' কে বলা যায় না...'ননসেন্স'।

সুস্থ থাকতে গেলে চাই বন্ধু, চাই 'আড্ডা',
"সুস্থ মনের বাস সুস্থ দেহে"...চলতি কথা।

দরকার মতই চলুক রোজ ..'চায়ে পে চর্চা'
কিন্তু মাত্রা ছাড়ালে! তা হবে জীবন-যন্ত্রণা।

************************
সুব্রত ভৌমিক  ১০০৫২০২৪  কোল-৭৫
************************