# 'ছোট ছোট কবিতা' #-৭  রুবাইয়াৎ ছন্দে

********************************

'লোভ'

না চাইতেই ঈশ্বর দিয়েছেন...তাঁর সব ঢেলে
মানুষের তবু শান্তি নেই !! খুশী আরো পেলে।
তাঁর নেই পক্ষপাতিত্ব, সকলের তরেই সমান
মানুষ কাড়াকড়ি করে, সহমর্মিতা গেছে চলে।

**************************'

'আমিত্ব'

আমার পরিচয় যা জানে সবাই, আমি তা নই!
মানুষে মানুষে সব সম্বন্ধ ক্ষণস্থায়ী...জানা চাই।
আমিত্ব জাহির করতে সবাই করে কত ছলনা !!
সব মানুষ যে তাঁরই ছায়া, চিরসত্য কিন্তু এটাই ।

**************************

'জন্মান্তর'

জন্মচক্র আবর্তে হয়তো ফিরে আসবে হেথায়
পশু-পাখী-কীট হয়ে, হয়তো মানুষের বেশে নয়
তখন থাকবে না 'চয়েস' অন্য কোন পথ ধরার
পার্থিব থেকে অপার্থিব হতে, বন্ধ হবে উপায়।

********************************
সুব্রত ভৌমিক  ৩১-০৮-২০২২ কোলকাতা-৭৫
********************************