.              # 'দক্ষিণেশ্বর' #
             (মন্দিরের আত্মকথা)

আজ, একশ উনশত্তর-তম জন্মদিন আমার
দক্ষিণে গঙ্গা তীরে দাঁড়িয়ে আমি, দক্ষিণেশ্বর।

স্বপ্নাদেশে তৈরী করেন আমায় রাণী রাসমণি
ঈশ্বরের কৃপায় আমি... ভক্তের নয়নের মণি।

আমি ধন্য....
শ্রীরামকৃষ্ণ-সারদা মা বাস করেছেন আমার কাছে
নরেনকে দেখেছি আমি, আমার ঘন ছায়ার মাঝে।

দেখেছি আমি পাশ্চাত্যের কত না উত্থান পতন
সাক্ষী থেকেছি অবসানে, ভারতে বৃটিশ শাসন।

সেদিন, অসীম যন্ত্রণায় আমার মন প্রাণ কেঁদেছে
যেদিন বিবেকানন্দকে ঢুকতে দেয়নি ম্লেচ্ছ অপবাদে।

বড় দুঃখ পাই...যখন দেখি অবক্ষয়ে ডুবে ভারতবর্ষ
প্রার্থনা করি হে ঈশ্বর, অবতার রূপে দ্রুত ফিরে এসো।

*******************************
সুব্রত ভৌমিক  ৩১-০৫-২০২৩ কোল-৭৫
জ্ঞাতার্থে.....
৩১শে মে, ১৮৫৫, দক্ষিণেশ্বর মন্দিরের জন্মদিন।
*******************************