# 'ইতিবাচকতা' #
    (কবিতা)

অতিমারি "করোনা"-র  অবদান "মাস্ক"
বয়স কালে দিয়েছে আমাকে মুক্তি !!
"বুড়ো" ভাবনা, আর দেয়না যন্ত্রণা...
বাইরে বেরোতে এখন !! পাই মনে শক্তি।

পাইনা লজ্জা এখন, দাঁত-কেলিয়ে হাসতে
মুখগহ্বরের পুরোটাই যে ঢেকে দিয়েছে মাস্ক !!
প্রায় ফোকলা মুখ আমার, কেউ পায়না দেখতে।

চুপসানো গাল...
অনেকটা-ই অদৃশ্য এখন, 'মাস্কের' আড়ালে
গেছে, রোজ সকালের এক বিরাট সমস্যা !!
প্রতিদিন, দাঁড়ি কেটে পরিস্কার না হলেও চলে।

হরবখত...
মাথায় থাকলে টুপি !! কেউ কিছুই মনে করেনা
ভাবে সবাই...এটা 'করোনা-প্রোটেকশন'
এই ফাঁকে, মাথার 'টাক' তো দেখা গেলনা !!

পেয়েছি পাকা খবর, আনন্দের...
'করোনা'  সহজেই আমাদের ছাড়বে না,
সঙ্গ দেবে নাকি, আরো বেশ কয়েক বছর ??

এ ভাবেই যদি দিন গুলো যায়...যাক্ না !!
সবেতেই, এ ভাবে অধমের আনন্দ খোঁজা...
তাই বলে !! আমায় কিন্তু চন্দ্রাহত ভেবোনা।
**************************
সুব্রত ভৌমিক  ২৯১১২০২১ কোল ৭৫
**************************