# 'গাইড মনোরঞ্জন' #
       (কবিতা)

গাইড...বাবু 'মনোরঞ্জন রাপটান'
সুন্দর করে চেনালেন 'সুন্দর-বন',
জানলাম, বহু রকমের বিশ্লেষণ-
কেন হয়েছে বনের এই নামকরণ।

পাখিরালয়ে শুনেছেন ছোট্ট বেলায়-
অজস্র রকমারি পাখির অপূর্ব কলতান,
জানালেন...মানুষের নির্মম অত্যাচারে-
বিলুপ্ত হচ্ছে তারা, অতিষ্ঠ তাদের প্রাণ!

আপনার সাথে সুন্দর কথোপকথনে
অনেক অজানা তথ্য জানলাম আজ,
পুরাণের সাথে মিলিয়ে অপূর্ব বন-বর্ণনায়-
বোঝালেন, গভীর-জ্ঞানে আপনার কাজ।

সবাই দুঃখিত শুনে আপনার করুণ গাথা
আপনার  অপূর্ব কবিসত্তা পাক পরিপূর্নতা।

মন কাড়ল, সরল প্রাকৃতিক সৌন্দর্য বর্ননা
সপরিবারে ভালো থাকুন, করি এই প্রার্থনা।

*************************
সুব্রত ভৌমিক ০৩১২২০২২ স্টিমার দেবদূত।
সুন্দর বন ভ্রমনে আমরা বন্ধুরা আটাশ জন।
**************************