যমক শব্দের কবিতা'
দাদুভাই...
'খানা' তো ভালই হল...কি 'বল' ?
এবার অঙ্ক বই 'খানা' নিয়ে বস্ !!
ঠিক আছে...
'বল' নিয়ে যাস খেলতে বিকেলে,
এবার 'বল' দেখি .....
'আনা' দরে 'আনা' যাবে-
এক টাকায় ক-'খানা' আনারস ?
'বাজি' কেনার ধরিস না বায়না,
বরং, জীবনটা 'বাজি' রেখে
মনদিয়ে কর পড়াশোনা,
তবেই না হবি দশের একজনা !!
এখন লক্-ড়াউন ....
চলছে সংসার করে 'ধার' !!
বঁটিতে মাছটা কাটা যাচ্ছে না আর
তাড়াতাড়ি যা....করে আন 'ধার'।
যাওয়ার আগে 'তালা' দিয়ে যা
দো-'তালা'-র সব ঘর।
জোড়া-'তালি' দিয়ে
আর চলছে না জীবনটা
কত 'তালি' দিয়ে আর পরা যায়
শতছিন্ন শাড়িটা !!
মনে হয় হরির নাম নিয়ে
'তালি' দিতে দিতে চলে যাই
যে দিকে যেতে চায় মনটা।
নিয়ে নোটের 'তাড়া'.....
সাবধানে ধরেছি পালানোর রাস্তা !!
পেছন ফিরে দেখি...
পুলিশ করেছে 'তাড়া' !!
'তাড়াতাড়ি' ছুটতে গিয়ে পড়ে
ঘুম ভেঙ্গে দেখি আমি শুয়ে ঘরে !!
*********************************************
সুব্রত ভৌমিক ২৬০৬২০২০ ১৭১১২০২১ কোল-৭৫ **********************************************