# 'জীবন-কড়চা' #
     (ছড়া)

সুখ-দুঃখ নিয়েই সুখ !
শুধুই সুখে ভরেনা বুক।

মাঝে মাঝে যুদ্ধ চাই !
সেই কারনেই দুঃখ চাই।

সব প্লানিংয়েই উপরআলা !
তাঁকে বোঝা খুব ঝামেলা।

করিস না শুধুই খাই খাই !
জীবনটা কে বোঝা চাই।

জীবন টা তো এক পলকের !
কত প্লানিং তাও কত লোকের।

হায়রে আমাগো সব ছানা-পোনা !
বৃদ্ধ বাপ-মায়েরে রাখতেই চায়না।

কেন ভবে সবার এই যাওয়া-আসা?
বুঝতে গেলে শুধু তিনিই ভরসা।

শিশু-মনে সবে জীবন কাটাও
চালাকিতে মরণ ! মনকে বোঝাও।

মৃত্যু আছে বলেই আছে ভালবাসা
তার অবর্তমানে ! ভাব কি দুরাবস্থা।

অযথা ভয় সবার ঐ পরলোকের !
সে'টাই তো আসল বাড়ী সব লোকের।

প্রাসাদ বা কুঁড়েঘরে সবাই অতিথি
ছাড়তেই হবে সব ! এলে তাঁর চিঠি।

বেবাক-জীবনটাই এক মরীচিকা !
মাযার খেলায় মানুষ খাচ্ছে ধোঁকা।
*************************
সুব্রত ভৌমিক ১৭১০২০২১ কোল-৭৫
*************************