.             # ' নারী দিবস-২০২৪' #
                        (কবিতা)


মহীয়সী এক নারীর ছিল প্রশ্ন...বহু যুগ আগে
শুধু কথায় নয়! কবে ছেলেরা বড় হবে কাজে?


পুরুষেরা বাজিয়ে গেছে, নিজের ঢোল নিজে
সবই প্রায় ঢেঁড়শ ! হাতে গোনা দু'চারজন বাদে।


জানল দেশ, সাড়ম্বরে দেবীরা পূজিত হন কেন?
দেখে অসুর বধ 'সুন্দর-বনে'...নারী শক্তির জন্য।


নিপীড়িতর শেষ ভরসা মায়ের হাতের লাঠি-ঝাঁটা
তথাকথিত সভ্য মানুষের যায়নি, সেই আদিমতা।


মায়ের নাড়ী, বিচ্ছিন্ন হয়েও থাকে চির-অভিন্ন
সন্তানকে তথা দেশকে রক্ষা করে চলে আজন্ম।


সত্য নয় ! কল্পনায় গড়া মানবীর অর্ধেক সম্মান!
সাম্যবাদী কবি দুখুমিয়াঁ...দিয়েছেন যোগ্য স্থান।


নারী শক্তিকে, পৃথিবীতে যারাই রাখবে দাবিয়ে
কক্ষনো উন্নতিতে স্থান পাবে না...প্রথম সারিতে।


কবি জীবনানন্দ দাশ, হাজার বছর ভ্রমণ শেষে
পেয়েছিলেন শান্তি, প্রকৃতি-রূপী নারী পেয়ে পাশে।


নারী দিবসে, সব মা-বোনকে জানাই বিনম্র শ্রদ্ধা
পুরুষ সমাজ, যেন তাঁদের উপর রাখেন ভরসা।


*****************************
সুব্রত ভৌমিক  ০৮-০৩-২০২৪  কোলকাতা-৭৫
আজ আন্তর্জাতিক নারী দিবস, ২০২৪ সাল।
*****************************