# 'ফাঁকা' #
(কবিতা)
ছোট্ট লোহার আলপিন, জলে তলিয়ে যায়
কিন্ত...তার কয়েক কোটি গুন ভারী--
ঐ লোহা দিয়েই তৈরি বিশাল জাহাজ
সাগরে, সদর্পে দাপিয়ে বেড়ায় !!
কিন্তু...কি ভাবে তা সম্ভব হয়?
এ তো সবাই জানে !!...খুব সোজা !!
নিরেট আলপিন পূর্ণ-গর্ভ...যায় ডুবে
আর, গর্ভ-'ফাঁকা'-জাহাজ, থাকে ভেসে !!
ভেতরের শূন্যতাই তার শক্তি, ভরলে ভরাডুবি !!
বিশাল 'ফাঁকা' মাঠ, নির্জন নদী-দিঘী পাড়
স্নিগ্ধ, শীতল,অতি মনোরম !!
পরম শান্তি পায় মন...প্রাণ জুড়ায় সবার।
শহরের ঘিঞ্জি দমবন্ধ পরিবেশ !! যাচ্ছেতাই,
'ফাঁকা' হারিয়ে, শহুরে মানুষ ফাঁপরে সবাই।
স্কুলে বা মহল্লায়, যদি থাকে বড় খেলার মাঠ !!
শিশু-মন-বিকাশে, আসে বিশালতা-- এত
খেলার বন্ধু হয় অনেক!! জাগে পরার্থপরতা
ভালো-মন্দ স্মৃতি...আজীবন আনে সজীবতা।
তাই 'ফাঁকা' মানে...নয় শুধুই ফক্কা !!
আনন্দময়, সার্থক করে তুলতে জীবন
সবার সৃজনশীল অন্তরে--
যেন কিছু থাকে জিজ্ঞাসা...মানে 'ফাঁকা' !!
ফালতু মানুষ তারাই--
যারা নিজেদের সর্বদা ভাবে...সবজান্তা।
******************************************
সুব্রত ভৌমিক ১৯০৮২০২০ ১৫১১'২১ কোল-৭৫
*******************************************