# 'তমাল স্মরণে' #
   (কবিতা)


প্রিয় বন্ধু তমাল..."জনমের মত হয়ে গেলো হারা" !!
আর কোন কিছুতেই কোনদিন সে দেবে না সাড়া !!

মাত্র 'তিপান্ন' দিন আগে, বলেছিলো হয়ে সমমনা
অপূর্ণ ইচ্ছে আকাঙ্খা পূরণে আর দেরী করবে না।

গানে বলেছিল, "জীবন মে বিছরেঙ্গে না হাম কভি"
নেচে-গেয়ে কাটিয়ে দেব আমরা দিন...বাদবাকী।

অকস্মাৎ চলে যাওয়া ওর, না ফেরার ঠিকানায়
নেওয়া যাচ্ছে না !!! কেন জড়ালো এত মমতায়!

কানে লেগে আছে ওর মিষ্টি গলায় সুন্দর গান,
গানে-কবিতায় ওর উৎসাহ, আমায় দিত প্রাণ।

'বেকা৭০' এর পাতায় থাকত সদা ওর অংশগ্ৰহণ
জানিনা কেমন করে ভুলবে !!...গ্রুপের জনগণ।

মঙ্গলময় ভগবানের কাছে করি, সবাই এই প্রার্থনা
যেখানেই থাকুক, যেন সুখে থাকে ভুলে সব যন্ত্রণা।

*****************************"
সুব্রত ভৌমিক  ০৭-০৯-২০২২  কোলকাতা-৭৫

গত কাল (৬/৯/২০২২) আমার কলেজ সহপাঠী
তমাল কান্তি বোস ইহলোক ত্যাগ করে।

******************************

১৭/জুলাই/২০২২, তমালের শেষ কমেন্ট আমার
কবিতা "তাড়াতাড়ি"-র উপর....👇

"কোন সন্দেহ নেই যে তাড়াতাড়ি না করলে
অপূর্ণ থেকে যাবে মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা।
এটা ঠিক সারা জীবন কেটেছে পরের তরে।
এখন নিজের জন্য করা অতি আবশ্যক।
আমাদের জন্য খুবই প্রযোজ্য।"

*****************************