অমাবস্যার অন্ধকার ছেয়ে গেছে চারিদিকে
আমার জন্য অপেক্ষা, অবহেলার পারদ ছড়াবেনা আর,
মিচ মিচে কালো আকাশের চাইতেও কালো ,
থেকে মুক্তি তুমি, হে নারী!
বিষের চাইতেও বিষাক্ত ভালোবাসা,
দেশকাল পাত্র, ভেদা ভেদ হীন দুর্বলতা –
আর, সরলতার বাধন ছিন্ন করলাম
তোমার, হে নারী!
মুক্ত করলাম সমস্ত যুক্তি-তর্ক, মান-অভিমান
আর ভুল না ভাঙার যন্ত্রণা থেকে।
জীবন কে, শরীরকে বা মনকে
ভাঙ, গড় বা মিলিয়ে দেওয়ার অধিকার থেকে
আর বঞ্চিত নও তুমি !!