আজ একটা গল্প বলি শোনো -
সে ছিল এক
স্বপ্নের ফেরিওয়ালা -
চোখের দিকে তাকিয়ে যেন
বুঝে যেত সব
মনের মাঝে লুকিয়ে রাখা
যত কলরব !
এক , দুই , তিন
এভাবে যে কাটতে থাকে
একের পর এক দিন
হঠাৎ কখন ফেরিওয়ালা
এগিয়ে যেন আসে
তার সাথে কথা বলে
দিনে রাতে তার মুখটাই ভাসে
কথায় কথায় ভুলিয়ে দেয়
মনের যত ব্যথা
আপন মানুষ ঢুকে পরে
যেন একই সুতোয় গাঁথা -
একটা দিনও আর কাটেনা
সেই মানুষটাকে ছাড়া
স্বপ্নের জাল বুনে ফেলি
এমন পাগলপারা ,
বুঝতে পারি এতদিনের
দুঃখ , ব্যথা মনের কলরব
এখন সব কোথায় উধাত্ত
আছে অনন্ত উৎসব !
নতুন দিনের আরেকটা ভোর
বাঁধবো তোমার বাহুডোর
একি তুমি কোথায় গেলে
আমার হৃদয় ফেরিওয়ালা -
একদিন যায় , দু’দিন যায়
এমন করে কাটে সময়
দূর থেকে যায় দেখা
ঘন কুয়াশায় মিলিয়ে যায়
স্বপ্নের ঐ ফেরিওয়ালা একা
আর্তনাদের মতো বলি -
ফিরে এসো একটিবার
এবার শুধুই তোমাকে চাই
তুমিই আমার মুক্তি
বুঝতে পারি - আমায়
নতুন জীবন দিতে এসেছিলে
এটা ‘গল্প হলেও সত্যি’ !