তোমার ঐ দুই সরল চোখে , প্রথম যেটা দেখেছিলেম ,
স্বার্থহীন এক ভালোবাসা , আমার প্রতি গভীর প্রেম ।
তোমার মিষ্টি ব্যবহার আর মাদকতা ভরা মনের ভাষা ,
জানিয়েছিল তোমার স্বপ্ন , আমায় নিয়ে বাঁচার আশা ।
চিনলাম যত তোমায় আমি , অবাক হলাম ধীরে ধীরে ,
তোমার সব স্বপ্ন গুলো , জাগে কেবল আমায় ঘিরে ।
তোমার আমার পছন্দ এক , এটাও কি নয় বিধির লিখন ?
হয়তো এটাই ঈশ্বর চান , তাই মেলালেন এ দুই মন ।
তোমায় নিয়ে লিখলে শুধু একটি কথাই লিখব আজ ,
তুমি যদি হও সংযুক্তা , আমিই তোমার পৃথ্বীরাজ ।