স্বপ্ন রা হয় অদ্ভুত বড়ো ,অবাস্তবে বাস্তব ,
'না' শব্দের কোনো স্থান নেই , সবকিছু সম্ভব ।
রহস্যময় এ মনের কোণে , স্বপ্ন জন্ম নেয় ,
অপূর্ণ সব ইচ্ছেগুলো , নিমেষে ধরা দেয় ।
                   ঘুমের ঘোরে ,কত শত ,স্বপ্ন আসে মনে ,
                   হারিয়ে যায় সবে মিলে , চোখ মেলার ক্ষণে ।
                   তবুও কিছু স্বপ্ন মনে , রেখে যায় নিজ রেশ ।
                   স্বপ্নের সাথে বাস্তব , গড়ে মজার পরিবেশ ।
কখনও মোদের কল্পনারা , স্বপ্নের রূপ ধরে ,
কখনও বা ভবিষ্যৎ ,আসে স্বপ্নে ভর করে ;
অতীতের স্মৃতিগুলো , স্বপ্ন জাগাতে পারে ,
বর্তমানও স্বপ্ন জাগায় , পরিস্থিতির তরে ।
                    কিছু স্বপ্ন লুকিয়ে থাকে , সময়ের সাথে মিশে ,
                    সঠিক পথে চললে ধরা , দেবে সে নিজে এসে ।
                    কিছু স্বপ্ন সারা জীবন , স্বপ্ন হয়েই রয় ,
                    অবাস্তব সে স্বপ্ন যে , পূরণ হওয়ার নয় ।
সঠিক স্বপ্ন দেখে যদি , লক্ষ্য করো স্থির ,
বিদ্ধ করবে সে স্বপ্ন কে , সাফল্যের তীর ,
স্বপ্নের মত স্বপ্ন কে সদা , জীবনে দাও ঠাঁই ,
স্বপ্ন পূরণ হওয়ার আগে , স্বপ্ন দেখা চাই ।