আমার কাছে বছর মানে , শুধুই একটি দিন ,
ক্যালেন্ডারের পাতায় , প্রতীক্ষা ;
জীবন আমার বদলে গেছে , ঐ একটি দিনে ,
আবারও বদলানোর অপেক্ষা ।
স্বপ্ন আমার যা ছিল সাজানো , ঐ একটি দিনে ,
একসাথে সব ভেঙে ,  চুরমার ;
হারিয়ে গেলে ভালই হত , স্বপ্নগুলোর সাথে ,
বুঝিনি বেঁচে থাকার , দরকার ।
করিনি ক্ষতি কারও কোনোদিন , তবুও ঐ দিনটি ,
কেড়ে নিল আমায় , আমার থেকে ;
কেউ কি কোনো দোষ করেছিল , আমার পরিবারে
সময় তাদের , অতীতে দিল রেখে ।
আজও সেই দিনটি ফেরে , ফেরে নতুন বছর ,
মনে পরে , অতীতের সব কথা ;
হে ভগবান , মুছে দাও তাকে , নতুন বছর হতে ,
সইতে যে পারিনা , এই ব্যথা ।
মৃত্যু আমার হয়েছে তবু , বুঝতে পারেনি কেউ ,
দেখছে সবাই আমারই প্রতিচ্ছবি ,
ছাব্বিশের ঐ দিনটি তে , আমিও হারিয়ে গেছি ,
যেমন ভাবে , হারিয়েছে মোর সবই ।