কেউ নেই আজ মোদের দেশে ,   বিপদে যে এগিয়ে এসে ,
                  হাল ধরে নিয়ে যাবে , সম্মুখে ,
কেউ নেই আজ মোদের দেশে ,   সবসময় থাকবে পাশে ,
                  বাড়াবে হাত , স্মিত হাসি মুখে ।
কেউ নেই আজ মোদের দেশে ,   বলবে কথা সবার শেষে ,
                  কিন্তু শুনে হবে , সব স্তব্ধ ,
কেউ নেই আজ মোদের দেশে ,   করবে কাজ এগিয়ে এসে ,
                  মুখে নেই , অহমিকার শব্দ ।
কেউ নেই আজ মোদের দেশে ,   জ্ঞান সাগরের স্রোতে ভেসে ,
                  জানবে শুধুই , অজানা সব তথ্য ,
কেউ নেই আজ মোদের দেশে ,   আপন পোশাকে চলবে সে ,
                  পথ হবে ভালোবাসা ও সত্য ।
কেউ নেই আজ মোদের দেশে ,   বাসবে ভালো সব মানুষে ,
                  জাতি-ধর্ম-বর্ণ না মেনে ,
কেউ নেই আজ মোদের দেশে ,   দেশকে যে ভালোবেসে ,
                  এগিয়ে যাবে , সত্যের পথ চিনে ।
কেউ নেই আজ মোদের দেশে ,   টাকা দেখে বলবে হেসে ,
                  কাগজ দিয়ে কেনার পাত্র নই ,
কেউ নেই আজ মোদের দেশে ,   মাথা উঁচু করে বলবে এসে ,
                 “ রাজা তোর কাপড়খানি কই ? ”