তোমার জন্য এই জগতে , আমার আগমন ,
তোমার কাছেই প্রথম শিক্ষা ,
                        মানুষ হওয়ার পণ ।
চলার পথ চেনালে তুমি , দিলে উপদেশ ,
তোমার থেকে পেলাম আশীষ ,
                        প্রেরণা অশেষ ।
আমার থেকে চাওনি কিছুই , শুধু দিয়েছ মোরে ,
তোমার কাছেই রয়েছি বাঁধা ,
                        স্নেহ-মমতার ডোরে ।
স্বপ্ন তোমার একটাই , মোর জীবনে সফলতা ,
তোমার মতো বন্ধু যে নেই ,
                       জানাতে মনের কথা ।
লড়তে পারি বিপদে তুমি , থাকলে আমার পাশে ,
‘মা’ বলে যেই ডাকি তোমায় ,
                       শক্তি ফিরে আসে ।
তোমার আশীষ থাকলে আমার , নেই কোনো ভয় ,
করব চেষ্টা যাতে মা তোমার ,
                       সব স্বপ্নপূরণ হয় ।