ভাস্কর্য বলে –“ওহে, শোনো ভাস্কর ,
করব তোমায় আমি, বিশ্বে অমর ।
বইব তোমার নাম , থাকব যতদিন ,  
শুধব এভাবে মোরে , সৃষ্টির ঋণ ।
চিনবে আমায় যারা , জানবে তোমারে ;”
এত কথা শুনি মুখ , খোলে ভাস্করে ।
“তোমার স্রষ্টা আমি , থাকে যেন মনে ,
পড়বে পতনে মোরে , ভুলবার ক্ষণে ।
এমন সৃষ্টি আরও , লাখ গড়তে পারি ,
ধংসীব নিজ হাতে , হলে অহংকারী ।”