তোমার চোখের সমুদ্রে ভেসে আসা
ঢেউয়ে নিরুপায় আবেগের ছন্দগুলো,
প্রেম খুজে সারসের পালকে,
সে সারস আমার চোখের সাদা প্রেম।


গোধুলির শেষ সোনালি আলোর মতন তোমার রঙ,
নকশা রঙিন প্রজাপতি ডানা চিবুকে গোপন।
হাসলেই পাখা মেলে উড়ে যায়,
আমি সেই প্রজাপতিদের খুজতে আসি এখানে...


কাকের চোখের মতন ঐ কালো চুলে
বেধে রাখা মেঘের খোপা খুলে,
তুমিও তাকালে....
গোধুলী যেন চোখ তুলে চায়।


আমি তোমাকেই দেখতে আসি এখানে!
তোমার কোমল চোখের হাসির জন্যে
পেয়ালা নিয়ে আসি!
বলা হয়নি, তোমায় ভালোবাসি!