১.


একটি ছবি,ক্ষণিকের ক্ষণ স্মৃতি,
মৌনতার বিদায় তিথি,কিছুই ছিলো না।
কথা না রাখা মেঘগুলো সব উড়ে চলে গেলে,
সায়ন্তন তার সোনালী চুল বেধে নিলো।


সুগভীর বেদনার দানে যে মুখের হাসি,
সে হাসি হেসে, কিছু কথা বুকে রেখে,
তুমি দাঁড়িয়েছিলে। ভালোবেসে?


ধূসর নিশ্বাসের কুয়াশা জমেছিল আমার চোখে,
আমার সময়ের দিগন্ত সেদিনও ছিলো তোমার পায়ে,
সেই প্রতিদিনের শার্ট, বালু মাখা ঘামে যেমন ভিজে থাকে গায়ে।


তুমি থেমেছিলে সেদিন বুকের নিস্তব্ধতায় দৃষ্টি ভেংে ।
আমিও এসেছি ।
শুধু এটুকুই বলেছি "ভালো আছি"।
তুমি বললে "আমি যাচ্ছি"!
শহর ছেড়ে, আমায় রেখে দাবানলে!
আমি নির্বাক।


২.


যে কথা সময়ের কাটাতার বুনে,
স্পর্শে জড়ায় জীবন....
সে কথা বাধা ছিল শীতল বিবেকে তা
বলা হয়ে গেছে বহু আগে,
মনের কথা মনের রইলো আপন।


কোন প্রশ্ন রাখিনি,
ভেবেছি বিভোর,
আবার আসবে ফিরে,
তখন না হয় বলবো!
পর বুঝেছি,
যে ফিরে আসে শেষবার,
সে ফিরে আসে না আর।


আবেগের নির্বাকতায় আমি সেদিনও মুখ লুকিয়েছি।
তবু প্রতিটি মুহূর্তে,
সরীসৃপের মতন এই শহরে স্মৃতি খুজি,
একেলা চড়ুই হয়ে ছিড়ি শুকনো ছিন্ন পাতা..
পাতাগুলোর ফুসফুসেই জ্বলছে,স্মৃতির হৃদপিণ্ডটা!