তুমি সন্ধ্যার তারা নও যে ,রাত্রি শেষে উধাও হয়ে যাবে
তুমি দিনের সূর্য নও যে ,দিন শেষে বিলীন হয়ে যাবে।
তুমি আমার জীবন প্রদীপ,আপন রক্তে মিশে
ধমনীতে বইবে জীবনভর ,জীবন রাত্রি শেষে।
জানি হারিয়েছো অনেকদিন, দুখের  নেই শেষ
জানি বন্ধু পাশে থাকো মোর ,যত টুকু পাবো অবষেশ।


প্রদীপ জ্বলা ,তবু রাতে অন্ধকারে একলা থাকা
তবুও পাই বন্ধু তোমায়,  মনের কোন একটু দেখা।
কে জানে কেমনে  ক্ষনে ক্ষনে ,বক্ষপিজোরে দেয় ধাক্কা
জানি ফিরে আসবে না তবুও ফিরে এস ,করি আমি অপেক্ষা।
তবুও অবুঝ মন পারি দেয় নক্ষত্রলোকে তোমাকে নিয়ে
তবুও কাছে পাই না তোমায়, মহাকাশেরই শেষে গিয়ে।
বলবো বলবো করে বন্ধু ,বলা হয়নি আর
জানি বন্ধু তবুও বইবে জীবন নদী ,তবুও অন্তর অসার।
সম্ভব অসম্ভের মায়াজালে ,
হৃদয় ধমনীতে কালে কালে
খেলে গেছে কয়টি বছর ধরে
ততই গিয়াছো বন্ধু দূরে  সরে
কৈশোরের রাত্রি শেষে আচমকিতে জীবন এসে, দিলো তো দেখা।
জীবন সত্য, বলে যত্রতত্র ,তুমি আমার নয়বা আমি একা।
চোখের ভাষায় ব্যাঞ্জন বর্ণে স্বরবর্ণ তুমি,
তোমার  বিনা ক্যামনে , মনের ভাষা প্রকাশ করবো আমি.
জীবনের আটটি  সুর ছিন্ন  গিটারে তারে,  যখন বেজে ওঠে তোমার কণ্ঠধ্বনি।
তোমায় নিয়ে তখন জীবন নকশা আমি বুনি।
বুকের শিরা  ধমনীতে তোমার উষ্ণ ছোয়ায় গড়েছে আমার অবনীতে।
তুমি আমার সুখের তাল লয় উচাঙ্গসংগীতে।
শৈশবে ভালো লাগা কৈশোরের প্রেম,
যৌবনে গেলো এসে  ঠেকে ,আমার অবুঝ প্রেম।
তুমি খুব সুন্দর ওগো, তোমারি তাই লাগি
পথের মাঝে পর্বত্সমান বাধা নিষ্ঠুরেরা উঠছে রাগী।
তুমি যদি পাশে থাকো মোর ,সকল বাধা শেষে
মিলবো দুজন একইপথে, একই আত্মা বেশে।


পূজন (১০/১০/১১)



এক প্রেমিকের আহ্বান