অন্তরের আনন্দ দ্বারে বসে তুমি একা ,
কড়া নারো বারে বারে ,দাও না কেন দেখা।
স্মৃতিতে পড়ছে মরচে ওগো ,প্রতি সকালে মুছি।
রাতে তুমি স্বপ্নে জাগো ,আমার মতো বুঝি।
ছবি আঁকি মনের  A4 পেজ এ ,এক পলক দেখা,
গ্রাফাইটের ছোয়ায় সাজে,এক ঝলক হাসির রেখা।
থাকবে যদি দূরে সরে ,দূরে থেকো ভালো,
পারো যদি থেকে দূরে ,আমার প্রেম প্রদীপ জ্বালো।