রঙ মাখিয়া রঙীণ হলো এই পৃথিবীর কত কি
আমার চোখে রঙ লাগেনা সব যে লাগে ফ্যাকাশে।
                             সব যে লাগে ফ্যাকাশে!!
সাদাকালো টেলিভিশন এখন রঙীণ ঝকঝকে
হাতের ছোট মুঠোফোনটাও 4k কালার স্ক্রীনটাচে।
                                4k কালার স্ক্রীনটাচে।
বাদ গেলনা পেট্রল ডিজেল বাদ গেলনা কেরোসিন
অকটেনটাও রঙ পেয়েছে রঙে রঙীন তাদের দিন।
                              রঙে রঙীন তাদের দিন।
যদিও তারা জ্বলছে তবু রঙ পেয়েছে ধন্য তাই
এ জীবনটা বেরঙ কেন কোথাও কোন রঙ যে নাই।
                           কোথাও কোন রঙ যে নাই।
জ্বলছে তবু রঙীণ তারা তাদের জীবন ধন্য আজ
স্বচ্ছ যারা বর্ণহারা তাদের বাঁচা কিসের কাজ?
                         তাদের বাঁচা কিসের কাজ?
সাদাকালো জীবন নিয়ে আর কতকাল রই জি'য়ে
কবে এসে ডাক দিয়ে যে মরণ এসে যায় নিয়ে।
                             মরণ এসে যায় নিয়ে।
যেতে বললে চলে যাবো থাকার কোন ইচ্ছা নাই
মনে সাধ যে ওপার গিয়ে রঙীণ একটা জীবন চাই।
                             রঙীণ একটা জীবন চাই।