চিরচেনা পাখি কোথায় যে হারাল অজানায়,
ভাবি তার কথা একা একা বসে  নিরালায়।
উড়ে চলে গেছে সে অভিমানে দূর সীমানায় ,
সেই পাখির কথা ভাবলে আজ বড্ড কান্না পায়।


একবার চলে গেলে পাখি কি আর আসে ফিরে?
অপেক্ষা করে আমি ব্যর্থ হই তাই বারেবারে ।
তবুও আশায় বসে থাকি কখনো যদি ফিরে,
খুঁজে আমি পাবই তাকে অনেক পাখির ভিড়ে ।