নিরুদ্দেশ থেকে নিরুদ্দেশে
অকারণে মন হারালে শুধু
কষ্টই পেতে হয়।


যে দিন চলে যায় দূর অজানায়
ভাবলে তার কথা অবেলায়
কষ্টই পেতে হয়।


মুক্ত মরুভূমিতে মরূদ্যানের
সন্ধানে উদ্ভ্রান্তের মত বেড়ালে
কষ্টই পেতে হয়।


রুদ্র কালবৈশাখীর তীব্র প্রহারে
সাজানো প্রকৃতির নষ্ট দেখে
কষ্টই পেতে হয়।