ধূসর হয়েই পড়ে থাকল আমার পাণ্ডুলিপি
পড়ে থাকল অযত্ন আর অবহেলায়
দিন শুধু চলে গেলে একের পর এক
আমার পাণ্ডুলিপি পার করল বিরান সময়।


একদিন ঠিক সাড়া পড়ে যাবে শহরে
পাণ্ডুলিপি পড়বে সবাই সযত্নে ঘরে
সেদিন বুঝবে সবাই এই শহরে আমি ছিলাম
বেঁচে ছিলাম আনন্দে সবার মাঝে।