রোম আজ নেই
নেই ব্যবিলন
বনলতা সেন হারিয়ে গেছে
প্রিয় কবিও অভিমান করে চলে গেছেন দূরে।


ধানসিঁড়ি আজ মরা নদী
সাদা ঘোড়া আজ নেই
সুরঞ্জনা আজ অন্যের ঘরণী
যারা অন্ধ তারাই আজ বেশী দ্যখে।


রূপসী বাংলায় আজ হাহাকার
আর ফিরে আসতে চান না কবি
শীতের হিম কুয়াশায়
কবি হারিয়ে গেছেন অজানায়।