আজ বৈশাখে মানুষ
আনন্দে মাতোয়ারা ,
ভুলে গেছে তনুর কথা
ঘুরছে সব বাঁধনহারা ।


অসহায় ভিক্ষুকের কথা
কেউ রাখেনা মনে,
ঘুরছে উন্মাদের মত করে
কেউ নেই ঘরের কোনে ।


সবাই যদি আনন্দ লভিত
তবেই উৎসব হত সার্থক ,
নইলে সব লোক দেখানো
এসব উৎসব নিরর্থক ।