বসন্ত আসলেও কোকিল আর আসেনা
বসন্ত আসলেও ফুল আর হাসেনা
বসন্তে কোকিলের কণ্ঠ আর শোনা যায়না
বসন্তে ফুলের গন্ধে মন আর ভরেনা
বসন্তে প্রকৃতি আর সেভাবে সাজেনা
বসন্তে মন আর পাগল হয়ে উঠেনা
বসন্তে গান আর সুর খুঁজে পায়না
বসন্তে ভালবাসা আর হৃদয় ছুঁয়ে যায়না
বসন্তে কিশোরী আর এদিক সেদিক চায়না
বসন্তে নদী সব পানি খুঁজে পায়না
বসন্ত আসলেও হৃদয় আকুল হয়না
বসন্ত আসলেও হতাশা আর কাটেনা।