নিষ্ঠুর পৃথিবী
তার থেকে বেশী নিষ্ঠুর মানুষ
চারিদিকে শুধু ধ্বংস আর পতন
কবে বন্ধ হবে সব নির্যাতন ?


সুন্দর এই পৃথিবী
আজ আর সুন্দর নেই
কবেই হারিয়েছে তার যৌবন
সামনে তার অন্ধকার সীমাহীন ।


মায়াবী এই পৃথিবী
সেখানে আজ দয়ামায়া নেই
দিকে দিকে শুধু মুখোশ আর মুখোশ
হায়েনারা আজ নিচ্ছে শুধু শ্বাস ।


এত সব দেখেও ধরিত্রী আজ অসহায়
সাজিয়ে রেখেছে আলোকসজ্জায়
একদিন সে ধ্বংস হবে ,হবেই
সবকিছু হয়ে যাবে  ছাই।