কবিতা নিয়ে সেমিনার হচ্ছে
প্রশিক্ষণ দেয়া হচ্ছে কবিদের
এভাবে কই কবি হওয়া যায় ?
মনের ভেতরে কবিতা না থাকলে
আর যাই হোক কবি হওয়া যায়না ।


লম্বা পাঞ্জাবী আর উষ্কখুষ্ক চুল
উদ্ভ্রান্তের মতো হাঁটলেই কবি হওয়া যায়না
ভেতরে প্রতিভা থাকা চাই
প্রতিভার ধার বাড়াতে পড়াশোনা চাই
পড়াশোনা ছাড়া ভাল কবি হওয়া অসম্ভব।


কয়েকজন অকবি মিলিত হলেই কিছু হয়না
কবিদের ভেতর প্রাণ থাকা দরকার
তবেই না কবিতার রস পাওয়া যায়
জোর করে কবি হওয়া যায়না
বড়জোর কোনরকম লেখক হওয়া যায় ।