তারার আকাশ উপচে পড়ে রুপের ঝলকে
রাঙা হলো সন্ধ্যে মালতি তারই অলোকে।


তবু স্থির হলোনা তাদের সুখ বসতি
যেমন স্থির হয়নি মাঠজুড়ে জোৎস্না পরীর নাচের আসর।
অথবা ডানাকাটা দুপুর রোদের ঝিরঝিরে সুরের কাওয়ালী।


শুধু ঠোঁটে ঠোঁট রেখে কিছু কথা আর
স্পর্শে সমর্পনের একান্ত কিছু মুদ্রা কালের স্বাক্ষর হোয়ে গেল স্মরনিকায়।
লোকগাঁথা হোয়ে গেল সন্ধ্যে আঁধারে
মালতির অভিমান-
রঙধরে রাঙামুখের গল্প।

কেইবা জানতো শ্যামা ফুলের মৃত্যুর বিলাপ ছুঁয়ে যাবে উত্তরী দুয়ার
বাতাসে রটে যাবে তার উপখ্যান-
অনাহুত আমিও হোয়ে যাব লাইরেকশিয়া জবুথবু।


স্বপ্নের আঁচলে গেথে গেল বাতাসের কান্না,
মনের বসতি জলডুবু হলো আজ...


ডুবো ভিটেয় জল শ্যাওলা হয়,
ভালবাসা জন্মায় না বলো?