দুঃসহভাবে একা একা রাত যাচ্ছে আমার,
আলতো করে নরম স্পর্শে স্পর্শে
টুনটুন শব্দে চুড়িপরা হাতের কোমলতায়
উষ্মতা জড়িয়ে চুপিচুপি বোতামগুলো
কে দিবে খুলে?
বুকের উপর আটকানো জামার!
এক দুঃসহভাবে একা একা রাত যাচ্ছে আমার।

সশব্দে বড় বড় নিঃশ্বাসের অগ্নিময় বায়ুরাশি,
কে ফেলবে এ প্রসস্থ বুকের উপরে?
নির্জন কক্ষের আলমারি, ড্রেসিংটেবিল,
টিভিসেট, বুক সেল্ফকেও ফাঁকি দিয়ে-
দুটি শিহরিত শরীর এক করে কম্পমান ওষ্ঠজোড়া
কর্ণদ্বারে মিশিয়ে ফিসফিসিয়ে বলবে এসো প্রিয়...
ভালোবাসি, শুধুই ভালোবাসি।

রচনাকাল: ১৫।০৩।২০১৯ ইং