আমি এক অন্ধকারময় হৃদয়
জানতে চাও?কতটা অন্ধকার
সে অন্ধকারের কোন মাফকাঠি নেই
কোন পরিমাপযোগ্য এককও নেই।

এ হৃদয়ে কোন আশা নেই
নিরাশাও নেই
কোন উজ্জ্বল স্বপ্ন নেই,
কোন দুঃস্বপ্নও নেই।

কোন ভালোলাগা নেই,
কোন মন্দলাগাও নেই,
কোন পূর্ণতা নেই
অপূর্ণতাও নেই।

এ হৃদয়ে নেই কোন ছবি
অথবা কোন প্রতিচ্ছবি,
কোন কর্ম নেই
কোন অলসতাও নেই।

কোন বর্তমান ভাবনা নেই
ভবিষ্যৎ ও নেই,
কোন স্বাধীনতা নেই
কোন পরাধীনতাও নেই।

এ হৃদয়ে নেই কোন আত্না
অথবা পরমাত্না,
কোন একাধিক স্বত্তা নেই,
নেই কোন অস্বত্তা।

কোন ভালোবাসা নেই,
কোন অভিমানও নেই,
কোন প্রিয়তম নেই
কোন নগণ্যতাও নেই।

এ হৃদয়ে কোন স্বস্তি নেই,
কোন বিরক্তি নেই,
কোন অস্থিরতা নেই
কোন নিরবতাও নেই।

কোন জনতা নেই
কোন একাকীত্বও নেই,
আছে বুকভরা জমকালো
অন্ধকার শুধুই অন্ধকার।

রচনাকাল: ২৭।১০।২০১৬ ইং