দেখেছি যেনো কার কাব্যিক চোখ
এই সৌন্দর্যের কাছে সবই তুচ্ছ হোক
দেখেছি চাপা অনুভূতি লুকানো নয়ন
কথা বলে অজস্র তবে নিরবতা পিনপতন
বাকরুদ্ধকর সে যে কেমন চাহনি
দৃষ্টিতে উচ্চারিত প্রেমময় ধ্বনি
লেপে দিয়েছে আবার লজ্জার আবরণ
ঐ নয়নে যে কতো অনুভূতি মিশ্রন
জানো না তোমার অতি প্রাকৃতিক নজর
প্রত্যেহ দিয়ে যায় তোমার খবর
তবুও আমি যখনই দেখি ঐ আঁখি
মনেতে আঘাত হাতে ক্ষিপ্ত কালবৈশাখী
আমিই ঐ জোড়া চোখের অধিকারী
কালের আড়ালে যেনো না হয় চুরি🍃